প্রকাশিত,২২, মার্চ,২০২৪
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে আল্লামা আবু নসর সৈয়দ মো. আবিদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রা.) এর চতুর্থ সাহেবজাদা আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী (রা.) এর ওফাত দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীরে কামিল আল্লামা সৈয়দ মো. বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)’র নির্দেশে সারাদেশে দোয়া মাহফিলের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সোমবাজারস্থ আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফে পবিত্র খতমে কোরআন, খতমে ইয়াসিন, খতমে শেফা ও খতমে খাজেগান শরীফ অনুষ্ঠি হয়। বাদ আসর বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) উপজেলা সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী। বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, এ কে এম জাকির হোসেন ও বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া খোকন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শাজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মো. মাকসুদুল হাসান, ইসলামিক যুব ফ্রন্ট গাজীপুর জেলা সভাপতি মো. শাকিল হাসান দরাই প্রমূখ। এ সময় সোমবাজার ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলনের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, হাসান মাহমুদ, ইসলামি ছাত্রসেনা উপজেলা সভাপতি মো. ফজলে রাব্বী খান, সাধারণ সম্পাদক মো. তানবীর হাসান সহ ইমামে রাব্বানী দরবার শরীফের আশেকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী (রা.) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :