চাকুরীর প্রলোভন দেখিয়ে নির্যাতন, প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২১, ১:৫২ অপরাহ্ন /
চাকুরীর প্রলোভন দেখিয়ে নির্যাতন, প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২১, মার্চ,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি।

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরীর দেওয়ার প্রলোভন দেখিয়ে বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে ২৭ জন ভুক্তভোগী আটকে রেখে শারীরিক ও পাশবিকভাবে নির্যাতন করে বিপুল অংকের মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত প্রতারক চক্রের চার নারী সহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নিশ্চিত করে বলেন, গাজীপুর মহানগরের বোর্ড বাজার হারিকেন রোড এলাকার রশিদ মার্কেটে অভিযান চালিয়ে ভাড়া অফিসে বেস্ট এক্সশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড থেকে ২৭ জন ভুক্তভোগী উদ্ধার সহ শারীরিক ও পাশবিকভাবে নির্যাতন করে বিপুল অংকের মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসম জব্দ করা হয় ভিজিটিং কার্ড, ভর্তি ফরমের প্যাডসহ প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী।

র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে ফেসবুকের মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করে। তাদের প্রথম টার্গেট ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা। এক একটি অফিস নিয়ে এই প্রতারণা করছিল তারা। পরে অফিস পরিবর্তন করে তারা চাকরিপ্রত্যাশীদের টাকা আত্মসাৎ করত। কেউ টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।’ পরে অফিস পরিবর্তন করে তারা চাকরিপ্রত্যাশীদের টাকা আত্মসাৎ করত। কেউ টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।