পটিয়ায় চক্রশালা স্কুলে জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-১৭, ৭:১৭ অপরাহ্ন /
পটিয়ায় চক্রশালা স্কুলে জাতির জনকের  ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়ার ঐতিবাহী চক্রশালা স্কুল পরিচালনা পর্ষদ এর উদ্যোগে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। ১৭ মার্চ রবিবার সকালে স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি সাবেক আবদুল খালেক এর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চক্রশালা স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান। বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদ সদস্য আবুল হাসেম, পাভেল বিশ্বাস, দেবাশীষ চৌধুরী, শফিকুর রহমান, নাজমা বেগম, সাধন দে, রবীন্দ্র ঘোষ, মোহাম্মদ মুসা , রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আকতার,রুমা আকতার, বজলুল রশিদ শাওন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমানে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকাল শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হাতিয়ার। তাই সকল শিক্ষার্থীদের মেধা মননের কাজ করার আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

১৭/০৩/২৪