ডুমুরিয়ায় হতদরিদ্র বৃদ্ধার সঙ্গে ইফতার করলেন সরদার রকিবুজ্জামান।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-১৭, ২:৫৩ অপরাহ্ন /
ডুমুরিয়ায় হতদরিদ্র বৃদ্ধার সঙ্গে ইফতার করলেন  সরদার রকিবুজ্জামান।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২৪

খুলনা প্রতিনিধিঃ

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি মানবিক সরদার রকিবুজ্জামান মাসব্যাপী পবিত্র মাহে রমজান উপলক্ষে
এতিম, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, সমাজের পিছিয়ে পড়া মানুষ ও অসচ্ছল পরিবাের সঙ্গে ইফতারের ধারাবাহিকতায় (শনিবার)২৬ মার্চ ৫ম রোযায় বিলাশ বহুল ইফতারি ত্যাগ করে বৃদ্ধার ঘরের শুধুমাত্র পানি দিয়ে ইফতারি সারলেন ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটির প্রত্যান্ত গ্রামের অসহায় হতদরিদ্র বৃদ্ধার সঙ্গে।

এসময় সরদার রকিবুজ্জামানের সঙ্গে ইফতারে আরও অংশ নেন খুলনা জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান মিন্টু,তরুন সমাজ সেবক এম এ জলিল।

ইফতার শেষে হতদরিদ্র বৃদ্ধাকে এক মাসের ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

উক্ত সময়ে সরদার রকিবুজ্জামানের কাছে ভিন্নধর্মী ইফতারের কথা জানতে চাইলে তিনি জানান,মানুষ মানুষের জন্য। সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের মুখে হাঁসি ফুটাতে নিরলসভাবে কাজ করে চলেছি।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

তিনি আরও বলেন, আমার মতো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে। তারাও ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের বৃত্তবানদের সঙ্গে বসে একই কাতারে ইফতার করতে পারবে।

জাহাঙ্গীর আলম মুকুল
খুলনা
১৭ মার্চ রবিবার