প্রকাশিত,১৫, মার্চ,২০২৪
পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আরফাত (২৮)। সে পৌরসভার ১নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র। শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যুবক মোহাম্মদ আরফাতের পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে তার মোটরসাইকেলে তেল ঢুকানোর পটিয়ার আমজুরহাট এলাকায় যান। গাড়িতে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১-০০২০) তাকে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
আপনার মতামত লিখুন :