গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-১৫, ৯:১২ অপরাহ্ন /
গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি বিক্রির টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন— ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির ছেলে রাসেল মোল্লা ও রানা মোল্লা।

ভুক্তভোগী দম্পতির ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল মোল্লা ও মেঝো ছেলে রানা মোল্লা। অভিযোগ অনুযায়ী, জমি বিক্রির টাকা সন্তানদের দিতে অস্বীকৃতি জানানোয় গত রোববার অভিযুক্ত দুই ছেলে তাদের বাবা-মায়ের ওপর হামলা চালায়।

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, “জমি বিক্রির টাকা দিতে না চাইলে আমার ছেলে রাসেল ও রানা আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আমরা প্রাণে বেঁচে যাই।”
ভুক্তভোগী মা আসমা বেগম বলেন, “যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের ভাত দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।”
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, “শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি চাপা দেওয়ার জন্য। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া অবস্থায় আছে।”
এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী সত্তার মোল্লা কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।