

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ ইজিবাইকে করে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—
খায়েরহাট গ্রামের খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫),
ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০),
দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫),
মুন্নুর ছেলে ইমন (২৮)
এবং জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


















আপনার মতামত লিখুন :