গলাচিপা ও রাঙ্গাবালী নদীতে যৌথ অভিযানে ৩৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-০৬, ১:১৬ অপরাহ্ন /
গলাচিপা ও রাঙ্গাবালী নদীতে যৌথ অভিযানে ৩৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
print news || Dailydeshsomoy

প্রকাশিিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন–২০২৬” এর আওতায় নদ-নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, রাঙ্গাবালী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গলাচিপা। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানটি চালানো হয় রাবনাবাদ নদীসহ জাহাজ মারা, মায়ার চর ও সোনার চর এলাকায়। অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। আমরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নদীতে অবৈধ জালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ আরও জোরদার করা উচিত। মৎস্য বিভাগ জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে।