গলাচিপায় মিষ্টি ও বেকারির কারখানায় জরিমানা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-০৫, ১:৩৬ অপরাহ্ন /
গলাচিপায় মিষ্টি ও বেকারির কারখানায় জরিমানা
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস,  গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড ধার্য করেছেন। ৪ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের আনন্দ পাড়া এলাকায় একই সময়ে দুটি কারখানার পরিচালককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এ জরিমানা দিয়েছেন।
জানা যায়, খুলনা দধি ঘরের পরিচালক প্রকাশ ঘোশ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করে আসছেন, যা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ কারণে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তৃষ্ণা বেকারির পরিচালক সুখরঞ্জন পাল মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পণ্যে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য নেই এবং যথাযথ মোড়ক ব্যবহার করা হয়নি। এ কারণে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, “খুলনা দধি ঘর ও তৃষ্ণা বেকারির কারখানার পরিবেশ ও পণ্যের মান সন্তোষজনক নয়। আইন অনুযায়ী তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাজারে আমরা সচেতনতা মূলক কাজ করছি। বিশেষ করে সবজি, কাঁচা বাজার ও কাঁচা মালের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা রাস্তা দখল না করে ব্যবসা পরিচালনা করে।”

এই অভিযান স্থানীয়দের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করেছে। ভোক্তাদের নিরাপদ পণ্য ব্যবহারের অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় আইন প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা মনে করছেন, এই পদক্ষেপ স্বাস্থ্য সংরক্ষণ ও ভোক্তা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।