

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর পেশাদার গণমাধ্যমকর্মীদের সর্ববৃহৎ সংগঠন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে পুনরায় দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জহিরুল ইসলাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকালে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত জহিরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি একজন পরিচিত তরুণ সংগঠক।
তিনি জেলার সর্ববৃহৎ যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। ২০১৪ সাল থেকে তরুণদের স্বেচ্ছাশ্রম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেন তিনি।
তার নেতৃত্বে পটুয়াখালী ইয়ুথ ফোরাম জলবায়ু পরিবর্তন, কিশোর-কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্য, শিশু অধিকার, জেন্ডার বৈষম্য নিরসন, দুর্যোগে সাড়াদান, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি কোভিড-১৯ মহামারিকালে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচিসহ গণসচেতনতা, ত্রাণ বিতরণ, কোভিড, এইচপিভি ও টিসিভি ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমে প্রশংসিত হয়। জহিরুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ফোরাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইয়ুথ ফোরামে দুইবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
এছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের বরিশাল বিভাগ ও জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২০ সালে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়ে জেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
নবগঠিত কমিটিতে জহিরুল ইসলাম প্রেসক্লাবের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দাপ্তরিক যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সভায় আশা প্রকাশ করা হয়।
প্রেসক্লাবের সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করেন, সাংবাদিকতায় অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে জহিরুল ইসলাম তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।


















আপনার মতামত লিখুন :