গলাচিপায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেজেছে লাল-সবুজে


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৫, ১০:১৭ অপরাহ্ন /
গলাচিপায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সেজেছে লাল-সবুজে
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজ আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজেছে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি ও আধা-সরকারি ভবনসহ বিভিন্ন এলাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানা স্থাপনায় চোখে পড়ে বর্ণিল আলোর ঝলকানি। এসব আলোকসজ্জা পৌরএলাকার মধ্যে বিজয়ের আনন্দ ও দেশপ্রেমের আবহ তৈরি করেছে। জাতীয় পতাকার রঙে সেজেছে বিভিন্ন স্থাপনা
বিশেষ করে উপজেলা প্রশাসন, সহকারি কমিশনার ভূমিঅফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সিনিয়র অফিস, আদালত চত্বর, এলজিআরডি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা ভবন, গলাচিপা থানা ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভবনে লাল-সবুজ আলোতে সাজানো হয়েছে। বিজয় দিবসকে ঘিরে এসব আলোকসজ্জা দেখতে পৌরবাসী বিশেষ করে তরুণ-তরুণীরা ভিড় করছেন বিভিন্ন এলাকায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।