

প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
১৪ ডিসেম্বর রোববার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) মোটরযান পরিদর্শক , আব্দুল খাবীরু , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাজেদুল ইসলাম, উচ্চমান সহকারী মাহফুজুল করিম,ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎত বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরে তাকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়


















আপনার মতামত লিখুন :