ময়মনসিংহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড-এর নতুন ডিপো উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৪, ৮:১১ অপরাহ্ন /
ময়মনসিংহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড-এর নতুন ডিপো উদ্বোধন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

শুভ বসাক:

ময়মনসিংহের শম্ভূগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড-এর নতুন ডিপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় খামারিদের জন্য উন্নত মানের ফিড আরও দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্যভাবে সরবরাহ করা সম্ভব হবে। গতকাল ডিপো উদ্বোধন করেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান এবং সিএফএ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা স্থানীয় প্রাণি সম্পদ ব্যবস্থার উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।” উদ্বোধনী অনুষ্ঠানে আফতাবের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত ও সমর্থন প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, হেড অফ ডিস্ট্রিবিউশন আতিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ মেহেবুবুল ইসলাম, ডা. আদনান কামাল, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর লিটন হোসেন, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, আরএসএম মোঃ শাহিনুজ্জামান ময়মনসিংহ সেলস টীমের অন্যান্য সদস্যরা।

এই নতুন ডিপোর মাধ্যমে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সাপ্লাই চেইন আরও শক্তিশালী হবে এবং স্থানীয় খামারিদের উন্নত মানের পণ্য সরবরাহ নিশ্চিত হবে।