গফরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-১০, ১:০৭ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃমোফাখখারুল ইসলাম এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়‌া হয়েছে।

রবিবার (৯নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গফরগাঁও মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আলাউদ্দিন এর সভাপতিত্বে অনু‌ষ্ঠিত বিদায় অনুষ্ঠা‌নে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ জেলা সভাপতি, এস এম মমতাজ উদ্দিন,।

বক্তব্যে রাখেন সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার, মোফাখখারুল ইসলাম।

গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক, শরিফুল ইসলামের সঞ্চালনায়,
উপস্থিত বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক গন বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষা অফিসারকে সম্মাননা স্মারক উপহারও ফুল দিয়ে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।