১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে মিডিয়া দায়িত্বে হাবিবুল্লাহ রায়হান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৮, ১০:৪২ অপরাহ্ন /
১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে মিডিয়া দায়িত্বে হাবিবুল্লাহ রায়হান।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

স্টাফ রিপোর্টারঃ

আগামী ১৫ই নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে “মিডিয়া বিষয়ক” দায়িত্ব পেয়েছেন হাবিবুল্লাহ রায়হান।

তিনি দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের (শুরায়ে নেজাম) মিডিয়ার সাথে নিবিড়ভাবে সমন্বয় করে আসছেন। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এবারের মহাসম্মেলনে তাঁকে মিডিয়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নিজের ফেসবুক পেজে হাবিবুল্লাহ রায়হান অনুভূতি প্রকাশ করে লিখেছেন—
“আলহামদুলিল্লাহ, আজ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের ‘মিডিয়া বিষয়ক’ জিম্মাদারী। এটা শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং আমার প্রিয় নবী মুহাম্মদ ﷺ–এর প্রতি ভালোবাসা, আনুগত্য ও ঈমানের অঙ্গ। এক্বীনান নবীপ্রেমে নেওয়া এই জিম্মাদারি আমার নাজাত ও পরকালের সাফল্যের উসিলা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“আজ যখন নবীজির খতমে নবুওয়তের আকীদা নানা অপপ্রচারে আক্রান্ত, তখন প্রতিটি ঈমানদার মুসলমানের উচিত এই দাওয়াতের দায়িত্ব গ্রহণ করা এবং নবীজির মান-সম্মান রক্ষায় ভূমিকা রাখা। সবাই মিলে আসুন ১৫ তারিখের মহাসম্মেলনকে সফল করি।”

খতমে নবুওয়তের আকীদা সম্পর্কে নবী করিম ﷺ ইরশাদ করেছেন—

> عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ:
«إِنَّ الرُّسُلَ خُتِمُوا بِي، وَلَا نَبِيَّ بَعْدِي»
(رواه الترمذي، رقم 2219)

অর্থ: “নিশ্চয়ই নবুওতের ধারাটি আমার মাধ্যমে শেষ হয়েছে, আর আমার পরে আর কোনো নবী আসবে না।” (তিরমিজি, হাদীস নং ২২১৯)

এছাড়া আল্লাহ তাআলাও কুরআনে ঘোষণা দিয়েছেন—

> مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَـٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ
(সুরা আল-আহযাব ৩৩:৪০)

অর্থ: “মুহাম্মদ তোমাদের পুরুষদের কারও পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং নবীদের শেষ।”

শেষে হাবিবুল্লাহ রায়হান দোয়া কামনা করে বলেন—
“আল্লাহ যেন এই জিম্মাদারীকে আমার জন্য কবুল করেন, খালেস নিয়তে আমল করার তাওফিক দেন এবং এটাকে আমার নাজাতের উসিলা বানিয়ে দেন।”