পটিয়া পৌর সদরে আধুনিক মানে  এনডিসি মেগাসিটি নির্মাণের পাইলিং এর  কাজ উদ্বোধন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৮, ১:২২ পূর্বাহ্ন /
পটিয়া পৌর সদরে আধুনিক মানে  এনডিসি মেগাসিটি নির্মাণের  পাইলিং এর  কাজ উদ্বোধন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া সংবাদ দাতাঃ

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শহীদ আবদুস সবুর রোডে নুসরাত ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনায় এনডিসি মেগাসিটি নির্মাণে পাইলিং এর  কাজ উদ্বোধন করা হয়েছে। সম্পুর্ন আধুনিক মানে এনডিসি মেগাসিটি নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এতে সকল সুযোগ সুবিধা ডিসকাউন্ট রয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ সুএে জানা যায়।

৭ নভেম্বর শুক্রবার জুমা নামাজের পর এ পাইলিং নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন  নুসরাত ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।

 এসময় উপস্থিত ছিলেন  ভূমি মালিক হাজী মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ  আবুল হাসান প্রমূখ ।  পটিয়া সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেনসহ   ব্যাবসায়ী নেতৃবৃন্দ,   পেশাজীবি, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সহ আরোও অনেকে  উপস্থিত ছিলেন।

 উদ্বোধনী অনুষ্ঠানের এর আগে খতমে কুরআন ও দোয়া ও মিলাদ  মাহফিলে  মোনাজাত এর মাধ্যমে নির্মাণ কাজের সফলতা কামনা করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন। 

এ সময় ল্যান্ড ডোনার ছাড়া ও নুসরাত ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।