পটিয়ার মুজাফরাবাদে সার্বজনীন মাতৃমন্দিরে জগদ্বাএী পুজার ৫১ বছরপুর্তি উপলক্ষে গীতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ধর্মীয় সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-৩১, ৭:২৮ অপরাহ্ন /
পটিয়ার মুজাফরাবাদে সার্বজনীন  মাতৃমন্দিরে জগদ্বাএী পুজার ৫১ বছরপুর্তি উপলক্ষে গীতা প্রতিযোগিতা  পুরস্কার বিতরণ ও ধর্মীয়  সভা  অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ সার্বজনীন শ্রী শ্রী জগদ্বাএী মাতৃমন্দিরে অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্তন জগদ্বাএী পুজা নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী নানান কর্মসূচি পালন করে সন্ধায় সার্বজনীন মাতৃমন্দিরে জগদ্বাএী পুজার ৫১ বছরপুর্তি উপলক্ষে গীতা প্রতিযোগিতা

পুরস্কার বিতরণ ও ধর্মীয় সভা সভা মন্দির প্রাঙ্গনে পুজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন মজুমদারের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ করের পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর তাপসী ঘোষ রায়, সেবায়ত ছিলেন সুজিত বক্ষ্মচারী, উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম প্রবর্তক সংঘ সদস্য অধ্যাপক বনগোপাল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মুজাফফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী অজয় নন্দী,গীতা শিক্ষক ভাগবত চরণ দাস, চট্টগ্রাম হালিশহরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের সহকারী ব্যবস্থাপক দোলন দেব, ট্রাস্ট ব্যাংক পিএলসির বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপক নবারুণ বিশ্বাস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সহকারী প্রকৌশলী শুভ বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র চৌধুরী, অর্থ সম্পাদক প্রকাশ ঘোষ, মেম্বার রতন সেন, মহিলা মেম্বার শুক্লা চৌধুরী, সমাজ সেবক মিঠুন চৌধুরী, প্রমুখ। গীতা প্রতিযোগি অনুষ্ঠানে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধর্মীয় সভায় অতিথি বৃন্দ বলেন,দুর্গা ও জগদ্ধাত্রী একি দেবীর ভিন্ন রুপ। অশুভ শক্তির বিনাশ করার জন্য নানা সময়ে মর্তে আর্বিভুত হন দেবী। কার্তিক মাসের শুক্লা নবমির পূর্ণ তিথিতে জগদ্ধাত্রী রুপে পুজিত হন দেবী। অশুভ শক্তির দমন হেতু শুভ শক্তির উদয় ঘটানোর জন্য দেবীকে আহ্বান জানানো ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করা হয়