পটিয়ায় এলডিপি’র নেতৃবৃন্দ   শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন: আর্থিক অনুদান প্রদান ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০২, ১:৫৪ অপরাহ্ন /
পটিয়ায় এলডিপি’র নেতৃবৃন্দ    শারদীয় দুর্গাপুজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন: আর্থিক অনুদান প্রদান ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র  সভাপতি বিশিষ্ট  শিল্পপতি (চট্টগ্রাম ১২ পটিয়া) আসনের 

জোটের মনোনয়ন প্রত্যাশী এম ইয়াকুব আলী নির্দেশে সংগঠনের পটিয়া পৌরসভার  নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপুজার বিভিন্ন  মণ্ডপ পরিদর্শন করছেন।

(১ অক্টোবর বুধবার) রাতে পটিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড সুএধর পাড়ার তরুণ সংঘের উদ্যাগে  শারদীয়  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে বক্তব্য রাখেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা জেলা গনতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক ও পটিয়া পৌরসভার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সৈয়দ, পৌর এলডিপি’র সিনিয়র সদস্য মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ বেলাল, সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড এলডিপি’র সভাপতি নুরু সওদাগর,আবদু সালাম, আবদুল মন্নান প্রমুখ। এসময় সুএধর পাড়ার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি তাপস সুএধর, সাধারণ সম্পাদক মিশু সুএধর, কার্যকরী সভাপতি তপন সুএধর,সাধারণ সম্পাদক মিঠু সুএধর হাতে জোটের মনোনয়ন প্রত্যাশী  এম ইয়াকুব আলীর পক্ষ থেকে  এলডিপি’র নগদ অর্থ প্রদান করেন।
এসময় দক্ষিণ জেলা গনতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ সৈয়দ বলেন,

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে  ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করার আহবান জানান ।