

প্রকাশিত
জবি প্রতিনিধি
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে “শহীদ ইকরামুল হক সাজিদ স্পোর্টস টুর্নামেন্ট ও ঐক্য সফর ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ব্রাদারহুডের উদ্যোগে এবং জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির আয়োজনে মুন্সিগঞ্জের মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
বক্তারা বলেন, শহীদ সাজিদের আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়। তিনি শুধু একজন শিক্ষার্থী ছিলেন না; বরং স্বাধীনতা, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন। তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেন, সাজিদের স্বপ্ন বাস্তবায়নের লড়াই অব্যাহত থাকবে। অনুষ্ঠানের মূল বার্তা ছিল— “ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি।”
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পুরুষ শিক্ষার্থীদের জন্য ফুটবল টুর্নামেন্ট ও নারী শিক্ষার্থীদের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্রয়ের আয়োজন ছিল। দিনব্যাপী আলোচনায় শিক্ষার্থীরা বৈষম্যহীন, শিক্ষার্থী-বন্ধব ক্যাম্পাস ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে মতামত দেন।
আয়োজক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “শহীদ ইকরামুল হক সাজিদ আমাদের গর্ব, সাহস এবং দৃঢ়তার প্রতীক। তাঁর আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তিনি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বৈষম্যহীন ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যায়।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, জবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইমরান মোল্লাসহ প্রায় ৩৫০ নেতা-কর্মী।






















আপনার মতামত লিখুন :