

প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও সদস্য সচিব আবুল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। তারা উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে নুর রাজপথে আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন সম্ভব হয়েছে। বক্তারা আরও দাবি করেন, সাত দিনের মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।






















আপনার মতামত লিখুন :