চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫, এর হাতে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-১৩, ৬:১৯ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫, এর হাতে ফেন্সিডিল সহ  ২ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত,১৩, অক্টোবর,২০২৩

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল ১৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ ১২:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউপির নয়ালাভাঙ্গা গ্রামস্থ আহসান উল্লাহ দাখিল মাদ্রাসা সংলগ্ন ঝিল্লীপাড়া সরকারের মোড়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ ইব্রাহিম (৪৫), পিতা- মৃত মেছের আলী, মাতা- মোছাঃ জাহানারা, মোঃ মেরাজুল ইসলাম , কালু মিয়া (৩৮), পিতা- মৃত লাল বাহাদুর, মাতা- মোছাঃ নাজিরা বেগম, উভয় সাং- নামোচাকপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ দ্বয়কে ১টি মোটরসাইকেল ও ২০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে।

উল্লখ্যে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে লোক চক্ষুর অন্তরালে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা এলাকায় উক্ত আসামীদ্বয় মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে বহনকালে আটক করা হয় ।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।