
প্রকাশিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে কথিত সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গলাচিপা থানায় ডা. মেজবাহ উদ্দিনসহ সকল মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে থানায় উপস্থিত হয়ে উপরেল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে এ সাধারণ ডায়েরিটি করেন। অভিযুক্তরা হলো- কথিত সাংবাদিক মহসিন খান, আরেফিন লিমন ও সাকিবুল হাসান সাকিব, অ্যাম্বুলেন্স ড্রাইভার জুয়েল, ফার্মেসী ব্যবসায়ী জুয়েল গাজী।
সাধারণ ডায়েরিতে ডা. মেজবাহ উদ্দিন উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে উল্লেখিত অভিযুক্তরা আমাকেসহ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নামে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করাসহ আমাকে ও বিভিন্ন কর্মকর্তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সরকারি কাজে বাধা প্রদানসহ চাঁদা দাবি করে আসছে। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গোপনীয় তথ্য দেওয়ার জন্য আমাকে ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিসহ হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।
আমিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অভিযুক্তদেরকে উক্ত তথ্যসহ অভিযুক্তদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমাদের প্রতি ক্ষিপ্ত থাকে এবং অভিযুক্তদের পরিচালিত নিউস টেন, গলাচিপা বার্তা, গলাচিপা সংবাদ এবং ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের অপপ্রচারসহ মানহানীকর লেখা পোস্ট করে আসছে।