
প্রকাশিত
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সহ-সভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনসহ অন্যান্য নেতৃবৃন।