
প্রকাশিত
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায়,উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৯ জানুয়ারি) বুধবার বিকাল ৪ টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদের সামনে,ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,
দোয়া মাহফিলে প্রধান বক্তা বলেন, সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম কারণ হলো ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া। তিনি বলেন, “মানুষ যদি নামাজের দিকে সত্যিকার অর্থে আগ্রহী হয়, তাহলে মাদক সেবন ও চাঁদাবাজির মতো অপরাধ আপনাআপনিই বন্ধ হয়ে যাবে।” নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে এবং নৈতিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে পারলে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন,সাবেক সদস্য সচিব আনসার মোল্লা,সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, সহ সম্পাদক মাসুম আর রশিদ,মধ্যেপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি,জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিম উদ্দীন,
বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,
যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু,
যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম,
কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক, উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান হিরা প্রমুখ।
এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।