লাকসামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-০১, ৮:১৮ অপরাহ্ন /
লাকসামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সামিরা আজিম দোলা ও ড. রশিদ আহমেদ হোসাইনীর নির্দেশে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি লাকসাম ফ্লাওয়ার মিল সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা হাজী আমির হোসেন, হাজী মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, বিএনপি নেতা বেলায়েত হোসেন, আব্দুল আউয়াল মেম্বার, যুবদল নেতা দিদারুল আলম, শামছুল ইসলাম,উপজেলা যুবদলের নেতা মনির হোসেন, জনপ্রিয় নেতা জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনউদ্দিন সাকিব, যুবদল নেতা কামাল হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মাইন উদ্দিন, খাজা আহমেদ, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ প্রমুখ।