
প্রকাশিত
নিজেস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে পৌঁছে দিতে এবং মাদারীপুর-২ আসনে জনপ্রিয় নেত্রী হেলেন জেরিন খানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মিছিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের পুনর্গঠন ও জনগণের মুক্তির রূপরেখা। একইসঙ্গে তারা মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবি পুনর্ব্যক্ত করেন।