‎মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়ন’র নতুন নেতৃত্ব


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০৫, ৭:৩০ অপরাহ্ন /
‎মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়ন’র নতুন নেতৃত্ব
print news || Dailydeshsomoy

প্রকাশিত

‎নিজস্ব প্রতিনিধি

‎মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ০৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আফছার হোসেন রনি ও সাধারণ সম্পাদক এ এম ফাহাদ এর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে   আগামী ০৫ অক্টোবর ২০২৭ ইং তারিখ পর্যন্ত (২ বছরের জন্য) নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

‎ঘোষিত নতুন কার্যনির্বাহী কমিটির পদাধিকারীগণ হলেন- সভাপতি- মোঃ আফছার হোসেন রনি, সহ-সভাপতি– মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক – এম এ সিদ্দিক, যুগ্ম সম্পাদক – এ এম ফাহাদ, কোষাধ্যক্ষ– মোঃ ইসমাইল  হোসেন, প্রচার সম্পাদক– সালাহ উদ্দিন, নির্বাহী সদস্য – তানজিলা সুলতানা রুমা।

‎নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে সভাপতি মোঃ আফছার হোসেন রনি ও সাধারণ সম্পাদক এম এ সিদ্দিক  বলেন, আমরা মাটিরাঙ্গার সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতার সাথে সমাজের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।

‎উল্লেখ্য, মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়ন স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ন্যায়সঙ্গত সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।