

প্রকাশিত
এ এম ফাহাদ, খাগড়াছড়িঃ
”একতাই শক্তি, একতাই বল” স্লোগান নিয়ে ‘একতা যুব সংঘ’ সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে। সেখানে অফিস উদ্বোধন ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।
এসময় উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মোঃ ইরান তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আলম রানা, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ আবু হানিফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি একতা যুব সংঘ স্বেচ্ছাসেবক সংগঠন একটি সামাজিক সংগঠন হিসেবে সেতুবন্ধনের কাজ করবে ।
আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন কাজ করবে। এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না।
তাই, আমাদের প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও আমাদের এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।
তাছাড়া বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি সহ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দেয়া কামনা করেন।
পরে সভায় মতামত সম্মতির ভিত্তিতে, একতা যুব সংঘ সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, এতে মোঃ আব্দুল মান্নান সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন বাবলু, সহ- সভাপতি জিল্লুর রহমান, ইরান তালুকদার সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন সাকিব সহ ৭১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


















আপনার মতামত লিখুন :