‎মাটিরাঙ্গায় ‘একতা যুব সংঘ’ সংগঠনের শুভ উদ্বোধন ‎।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৩, ১:৫৬ অপরাহ্ন /
‎মাটিরাঙ্গায় ‘একতা যুব সংঘ’ সংগঠনের শুভ উদ্বোধন  ‎।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

‎এ এম ফাহাদ, খাগড়াছড়িঃ

‎”একতাই শক্তি, একতাই বল” স্লোগান নিয়ে  ‘একতা যুব সংঘ’ সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সেখানে অফিস উদ্বোধন ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়  এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।

‎এসময় উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও মোঃ ইরান তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি  শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আলম রানা, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ আবু হানিফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


‎এ সময় বক্তারা বলেন, কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের  মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি  একতা যুব সংঘ স্বেচ্ছাসেবক সংগঠন একটি  সামাজিক সংগঠন হিসেবে সেতুবন্ধনের কাজ করবে ।

‎আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন  কাজ করবে। এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না।

‎তাই, আমাদের  প্রাণপ্রিয় সংগঠন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মনে রাখতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ধীরে ধীরে বিশাল  আকার ধারণ করে। মানুষের জন্য বিনাস্বার্থে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। সমাজের অন্যান্য মানুষকে ও  আমাদের  এ সংগঠন অনুপ্রাণিত করবে বলে আমরা আসা ব্যক্ত করি।

‎তাছাড়া বক্তারা সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি সহ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দেয়া কামনা করেন।

‎পরে সভায় মতামত সম্মতির ভিত্তিতে, একতা যুব সংঘ সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, এতে  মোঃ আব্দুল মান্নান সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন বাবলু, সহ- সভাপতি জিল্লুর রহমান, ইরান তালুকদার সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন সাকিব সহ ৭১ জন সদস্য  বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়।