ময়মনসিংহ ১০,গফরগাঁও আসনে সবার আগে দাঁড়িপাল্লার প্রার্থী,মৌঃ ইসমাঈল হোসেন,সোহেলের মনোনয়ন পত্র ফরম সংগ্রহ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৫, ৭:১৮ অপরাহ্ন /
ময়মনসিংহ ১০,গফরগাঁও আসনে সবার আগে দাঁড়িপাল্লার প্রার্থী,মৌঃ ইসমাঈল হোসেন,সোহেলের মনোনয়ন পত্র ফরম সংগ্রহ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও ১৫৪) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন, সোহেল,।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির ও আসন পরিচালক মাওলানা ইমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন সচিব মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল হক, পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা তানভীর আহমদ খলিল এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান হীরাসহ দলীয় নেতৃবৃন্দ ।

মনোনয়নপত্র সংগ্রহকালে রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জামায়াত নেতৃবৃন্দ লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।

অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং অফিসার ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন এম আব্দুল্লাহ আল মামুন।