

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান গফরগাঁও উপজেলা পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ডা. সোয়াদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, পাগলা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্নী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর এ আলম ভূঁইয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
এছাড়া সভায় ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক জনসেবা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক করতে ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার অনুরোধ জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের (চেয়ারম্যান ও মেম্বার) সঙ্গে বৈঠক করে বিভিন্ন দপ্তরের প্রতিবেদন পর্যালোচনা করেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।