

প্রকাশিত
ভোলা জেলা প্রতিনিধিঃ
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার উত্তর বাজার গভীর রাতে আগুন লেগে একটি ব্যাবসা প্রতিষ্ঠা পুড়ে ছাই হয়েছে।
দুলারহাট উত্তর বাজারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে দোকান পুড়ে অন্তত ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে পরে এবং মরিচের ঘর হওয়াতে মরিচের দকে মানুষ ঘরের কাছে বেশি কাছাতে পারে নাই ততক্ষণে আগুন লাগা দোকান ঘরটি এবং দেকানে থাকা মরিচ, সুপারি বাদাম পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।
পুড়ে যাওয়া দোকানের মালিক খোরশেদ তালুকদার জানান প্রতিদিনের ন্যয় দোকান বন্ধ করে রাত ১১ টার পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় হঠাৎ রাত সাড়ে তিনটার সময় ঘর মালিক খলিল তাকে ফোন করে বলে দোকানে আগুন লেগেছে খবর শুনার সাথে সাথে বাড়ি থেকে রওয়ানা হয়ে বাজারে এসে দেখি দোকান ঘর সহ সকল মালামাল পুড়ে চাই হয় গেছে
পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ দুলাল বেপারী বলেন, আগুনের ঘটনা শুনে আমরা সকালে এসে দেখি দোকান ঘর এবং দোকানে থাকা প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে গেছে এখন ব্যবসাী খোরশেদ তালুকদার কি করে সংসার চালাবে হিমশিম খাবে এ সময় তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন






















আপনার মতামত লিখুন :