বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯৫ টি মহিষ আমদানি


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-০৩, ৮:২২ অপরাহ্ন /
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯৫ টি মহিষ আমদানি
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯৫ টি মহিষ আমদানি করা হয়েছে। ৮৫ টি মহিষের মধ্যে দুধ উৎপাদনের জন্য ৫৫ টি বড় ও প্রজননের জন্য ৪০ টি বাছুর রয়েছে।

মঙ্গলবার(০৩ জুন) বিকাল সাড়ে ৪ টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে মহিষের ট্রাক।

সংশিষ্ট সুত্রে জানায়, সাভার পানি সম্পদ ও গবেষনা-উন্নয়ন কোন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস,বন্দর ও প্রানি সম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ।পরে মহিষগুলো সাভার ঢাকা প্রানি সম্পদ গবেষনা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হয়েছে।

শার্শা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষ গুলো বন্দরে ঢোকার পর স্বাস্থ্য পরিক্ষা করে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

সোহাগ হোসেন
বেনাপোল যশোর

৩/৫/২৫