বেনাপোল কঠিন চীবর দানোৎসব ভিক্ষুবৌদ্ধ বিহার-২০২৫ অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২৯, ৪:৫৬ অপরাহ্ন /
বেনাপোল কঠিন চীবর দানোৎসব ভিক্ষুবৌদ্ধ বিহার-২০২৫ অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের
বেনাপোলে বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্বুদ্বের প্রশংশিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার অনুষ্ঠিত হয়।

বুধবার(২৯শে অক্টোবর) সকালে বেনাপোলের গাজীপুরেঅনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।

যশোর জেলার একমাত্র বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্বি সমিতির ভদন্ত ড.অরুন জ্যোতি মহাথের, মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান,শার্শা উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মানিক কুমার সাহা,ইমিগ্রেশনের এসআই জাহিদুল ইসলাম,বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব,সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

বক্তাগন প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোন সরকার সহযোগিতা করেননি। ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে জল ঢালার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয় ।