বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গফরগাঁও উপজেলায় শোকের ছায়া,দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-৩০, ১১:৫১ অপরাহ্ন /
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গফরগাঁও উপজেলায় শোকের ছায়া,দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

গফরগাঁও উপজেলা বিএনপির আয়োজনে এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের নির্দেশনায় দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া আয়োজন করেন।

দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা।
শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়নে প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,এ বি সিদ্দিকুর রহমান বলেন জাতির বড় প্রয়োজনের সময়ে তাকে হারালাম,তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই দেশ ও জাতি যতদিন থাকবে, মানুষ তাকে ততদিন মনে রাখবেন।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, মুশফিকুর রহমান বলেন ‘ আমরা আজ থেকে অভিভাবকহীন হয়ে গেলাম। বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার আপসহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সঙ্কটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তার ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করল।’মঙ্গলবার সকালে ঢাকায় এভারকেয়ার হাসপাতালের ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিরবিদায় নেন তিনি। এদিন সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান চিকিৎসকরা।