

প্রকাশিত
নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই- আগস্ট ২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পক্ষে জোরালো প্রচার অভিযান সহ হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত বাংলা টিভির এমডি ও পরিচালক, সৈয়দ সামাদুল হক এবং মীর নূর উস সামস গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা টিভি এক কর্মকর্তা জানিয়েছেন, সৈয়দ সামাদুল হক এবং তার ভাগিনা নুরুস সামস যাত্রাবাড়ী,বাড্ডা এবং উত্তরা থানায় তিনটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি।
বাড্ডা থানার মামলার আসামি সৈয়দ সামাদুল হক পিতা-মৃত সৈয়দ রফিকুল হক নাম্বার ৪৮ যাত্রাবাড়ী থানার আসামি ১৩৬। মীর নূর উস সামস বাড্ডা থানা আসামি নাম্বার ৫০, যাত্রাবাড়ী থানার নাম্বার ১৩৮।
এখানে উল্লেখ্য বিগত আওয়ামী স্বৈরাচারের সময় ১৬ বছর যাবত লন্ডন এবং বাংলাদেশে বিভিন্ন তদবির এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সামদুল হক। বাংলাদেশের মিডিয়ায় দুর্নীতির ঠকবাজ মাফিয়া খ্যাত সৈয়দ সামাদুল হক,আওয়ামী আমলের বিভিন্ন মন্ত্রী এবং এমপিদের সাথে ঘনিষ্ঠতার কারণে, এই দুর্নীতির সম্রাজ্য গড়ে তোলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান রয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই আওয়ামী দুর্নীতিবাজ মিডিয়া ব্যবসায়ীদের মধ্যে, ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ৭১ টিভির মোজাম্মেল বাবু, সময় টিভির প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোহনা টিভির প্রাক্তন মন্ত্রী কামাল আহমেদ এম পি গাজী টিভির গোলাম দস্তগীর গাজী প্রাক্তন মন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সালমান এফ রহমান এমপি দেশ টিভি আরিফ। মাই টিভির নাসির উদ্দিন সাথী, আর টিভি মোরশেদুল ইসলাম এমপি।
কিন্তু বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট খোলস পাল্টে গ্রেফতার এড়াতে, আবারো ক্ষমতাসীনদের চাটুকারিতা করে চলছেন মিডিয়া বাটপার সৈয়দ সামাদুল হক। ভুক্তভোগীরা মনে করছেন, এই মহা বাটপার চাটুকার মিডিয়া ব্যবসায়ী সৈয়দ সামাদুল হক কে গ্রেফতার করা হোক। এবং আইনের আওতায় এনে এদের সঠিক বিচার হওয়া উচিত।





















আপনার মতামত লিখুন :