বিশ্ব শিক্ষক দিবসে পটিয়া  গুনীজন শ্রেষ্ট প্রধান শিক্ষক  নির্বাচিত  নাছির উদ্দীন 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-২৮, ১২:৩৪ পূর্বাহ্ন /
বিশ্ব শিক্ষক দিবসে পটিয়া   গুনীজন শ্রেষ্ট প্রধান শিক্ষক   নির্বাচিত  নাছির উদ্দীন 
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ ইং  নীতিমালা (মাধ্যমিক) আলোকে  পটিয়া উপজেলা পর্যায়ে  শ্রেষ্ট  গুনীজন (মাধ্যমিক) গুনীজন   প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন  চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন। এ উপলক্ষে  গত ২৩ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কতৃক  উপজেলা পরিষদ  মিলনায়তন আয়োজিত   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান গুনীজন প্রধান শিক্ষক  মোহাম্মদ নাছির উদ্দীন’কে  সম্মাননা ক্রেস্ট ও সনদ  প্রদান করেন। এসময় পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্তভাবে গড়ে তোলেন শিক্ষকরা। শিক্ষকেরাই শিক্ষার্থী সহ  তরুণ প্রজন্মকে জ্ঞান, নীতি-নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনেন।

শিক্ষকরা   কেবল পাঠদান করেন না, বরং অনুপ্রেরণা জোগান, স্বপ্ন দেখাতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন রাষ্ট্রের প্রযোজনীয়তার জন্য  শিক্ষার্থীদের। এছাড়াও মোহাম্মদ  নাছির উদ্দীন মাষ্টার বিগত বিভিন্ন সময়ে 

জেলা, উপজেলা বিভাগীয়  পর্যায়ে শ্রেষ্ট

প্রধান  শিক্ষক, সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়ে পটিয়াকে গর্ভিত করেন বলে 

জানিয়েছেন  পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবী  এডভোকেট শাহজাহান ও এডভোকেট নুর মিয়া।