
প্রকাশিত
সুমন আহমেদ, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিএনপির হাই কমান্ড সারাদেশে দলীয় প্রার্থীর যেই তালিকা প্রকাশ করেছেন, সেটা শুধুই সম্ভাব্য প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই বিশ্বাস আমার আছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তানভীর হুদা বলেন, তিন তারিখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক। দু’উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপি'র পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থী।
তিনি যোগ করেন, আমি তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আমি ধানের শীষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্ভাব্য ও চূড়ান্ত মনোনয়ন এক বিষয় নয়। ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না।
তানভীর হুদা বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। মতলবের বিএনপি কর্মীরা যেন একে অপরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান জানাই।
প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকা সত্ত্বেও তানভীর হুদার সভায় এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায়। মাঠজুড়ে ছিল তৃণমূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। সভায় অনেক নেতৃবৃন্দ কাফনের কাপড় পড়ে ও মাথায় বেঁধে উপস্থিতি লক্ষ করা গেছে।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।