

প্রকাশিত
ভোলা প্রতিনিধি ঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল চরনুরুল আমিন ৩ নং ওয়ার্ড চর নুরুল আমিন গ্রামে পূর্ব শত্রুতার জেরে রফিক চালাকি (৬০) নামে এক ব্যক্তির দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯.৩০ মিনিটের সময় পূর্ব পরিকল্পিতভাবে আরিফ মাতাব্বর (১৮) ও তার অনুসারীরা এ হামলা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।
রফিক চালাকির অভিযোগ সুত্রে জানাযায় শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে আরিফের নেতৃত্বে শাহাজাহান মাতাব্বর (৫০) পিতা মৃত শাহে আলম, জহিরুদ্দীন (৩৫) পিতা মৃত শাহে আলম, খলিল (১৭) পিতা ইউছুফ,রহিম (১৯) পিতা ইউছুফ সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র কুড়াল, চাপাতি, লোহার রড ও জিআই পাইপ নিয়ে রফিক চালাকির দোকানের কাছে এসে দোকানপাট এলোপাতারি কোপাতে থাকে এসম দোকানে থাকা প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ও তার সাথে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন, জীবন বাঁচাতে তার ডাক চিৎকারে পরিবারে থাকা তার স্ত্রী মিনারা বেগম (৫৫), ভাতিজি মিম (১৩), তার পিতা আ: রশিদ চালাকি (৭৫) ছুটে আসলে তাদেরকেও লাঠি ছোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে অজ্ঞান করে ফেলে চলে যায়, পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তারা চরফ্যাশন সদর হাসপাতাল ৪০৫ নং কেবিনে ভর্তি আছেন।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার ব্যবহারিত মোবাইল ফোনে কল দিলে নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি
এ বিষয়ে দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ইফতেখার জানান অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে






















আপনার মতামত লিখুন :