
প্রকশিত
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর রোডের মল্লিকা রেস্তোরার অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বশার, নির্বাহী সদস্য সাইদুর রহমান খান পাবেল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখন দুর্নীতি, অব্যবস্থাপনা ও একটি অদৃশ্য সিন্ডিকেটের কবলে জিম্মি হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, “১৫ নভেম্বরের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ১৮ নভেম্বর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (ডিজি অফিস) ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করব।” শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “পটুয়াখালী শহরের খালগুলো এখন দখল, ভরাট ও দূষণের কারণে ধ্বংসের পথে। তাই তিনি খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু এবং নিয়মিত মশক নিধনের কার্যকর কর্মসূচি এবং দ্রুত ঝাউতলায় একটি আধুনিক মসজিদ নির্মাণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই দাবিগুলোকে মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।” এছাড়াও উল্লেখযোগ্য কিছু দাবি হলো, প্রধান প্রবেশপথ বাসস্ট্যান্ড সড়কের দ্রুত সংস্কার, চৌরাস্তা থেকে পায়রাকুঞ্জু সড়ক চার লেনে উন্নীত করা, বিসিক শিল্প নগরী এলাকার স্লইসগেট ও কালভার্টগুলোর দ্রুত সংস্কার, সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় মন্দির নির্মাণে প্রশাসনিক উদ্যোগ, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কের ৬ লেন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতকরণ ও পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার সংস্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।