

প্রকাশিত
পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়ার মুজাফরাবাদ সার্বজনীন শ্রী শ্রী জগদ্বাএী মাতৃমন্দিরে অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্তন জগদ্বাএী পুজা ৫১ বছর পুর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিতিতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার দুপুরে বাহ্মমুহুর্তে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকবহ্ম মহা নামযজ্ঞের শুভারম্ভ করে। দশমী পূজা সমাপনে ১টা ১৫ মিনিটে আনন্দ বাজার অন্নপ্রসাদ আস্বাদন এবং রাত ১০ টায় অন্নপ্রসাদ আস্বাদন, রাত ১২ টার সময় লীলা প্রদর্শনী সম্পন্ন হয়। মুজাফফরাবাদ সার্বজনীন মাতৃমন্দিরে জগদ্বাএী পূজা
৪দিনব্যাপী অনুষ্ঠানে দেশবরেন্য ধর্মীয় আলোচক ছাডাও সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক সহ সর্বমহল উপস্থিতির মাধ্যমে প্রায় ৩০ হাজার মানুষের মিলনমেলা ঘটে অন্নপ্রসাদ আস্বাদন গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গীতা শিক্ষকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জীবন গোপাল চৌধুরী মুজাফফরাবাদ সার্বজনীন জগদ্বাএী মাতৃমন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি হারাধন মজুমদার, সহসভাপতি সমাজ সেবক রনজিত দে, সাধারণ সম্পাদক উপেন্দ্র চৌধুরী, যুগ্ম সম্পাদক সমাজ সেবক প্রদীপ কর,মেম্বার রতন সেন, সহ-সম্পাদক স্বপন চৌধুরী, টিটন মজুমদার,
মাতৃমন্দির উন্নয়ন কমিটির সভাপতি রাজ কুমার শীল,সাধারণ সম্পাদক প্রকৌশলী ছন্দন কুমার দাশ, ডাক্তার দিলিপ সেন,লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় নাগ,সুজন ধর, নিলয় ঘোষ,দোলন দস্তিদার,পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক সুমন সেন,অর্থ সম্পাদক প্রকাশ ঘোষ,সুমন ঘোষ,কাজল ঘোষ,হরিদাস চৌধুরী, সাংঘটনিক সম্পাদক সুমন দাস, অসীম শীল, সুজন দাস,লিটন মজুমদার,জুয়েল সেন,শুভ কর, প্রবাদ চৌধুরী, রুবেল ঘোষ,রাখাল মজুমদার, বাবলা নাগ,জয় দাশ,বাবলা চৌধুরী, অনীল মজুমদার, রহিত সেন,বাবলা চৌধুরী প্রমুখ।






















আপনার মতামত লিখুন :