পটিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শহীদুল ইসলাম চৌধুরী।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-১৮, ১১:৪৫ অপরাহ্ন /
পটিয়ায় সাংবাদিকদের সাথে মত  বিনিময়ে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী  হওয়ার ঘোষণা দিলেন শহীদুল ইসলাম চৌধুরী।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে
একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, এটি পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ ধ্বংসের পর রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঐতিহাসিক সনদ।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ার সন্তান হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমার বিশ্বাস জিয়া পরিবারের একজন নগন্য সদস্য হিসেবে দলের নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ।

এছাড়া ও তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি একটি বড় দল সেই হিসেবে এখানে অনেকেই দলীয় মনোনয়ন চাইতেই পারে। এক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে আমার বিশ্বাস সবাই তাকে বিজয়ী করতে চেষ্টা চালাবেন।তিনি আরো বলেন বিএনপির মধ্যে কোন প্রতিহিংসা নেই, তবে প্রতিযোগিতা আছে। তিনি সকলকে ৩১ দফার আলোকে শহীদ জিয়ার আদর্শে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমি বিজযী হতে পটিয়া মহকুমা কে জেলায় রুপান্তর সহ সব সমস্যা গুলো সমাধানে আপসহীন ভূমিকা রাখবো।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পটিয়া থানার মোড় সংলগ্ন একটি রেস্তোরাঁয় কর্মরত সাংবাদিক’র সাথে মত বিনিময়কালে তিনিরউপরোক্ত কথারগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক খোরশেদুল আলম, মোঃ আকবর হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ সালাউদ্দিন, শাহাদাৎ হোসেন, মোঃ তৈয়ব প্রমুখ।