নেতাকর্মীদের আশ্বস্ত করলেন হাসান মামুন: আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৫, ১:৫৯ পূর্বাহ্ন /
নেতাকর্মীদের আশ্বস্ত করলেন হাসান মামুন: আশংকামুক্ত ও ধৈর্যধারণের আহ্বান।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য এ আসন স্থগিত রেখেছেন তারা। এ নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তার ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ধৈর্যধারণ ও আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম— প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, আপনারা ধৈর্যধারণ ও আশংকামুক্ত থাকুন। যেকোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অন্যন্য দলের সাথে জোট হলে বাকী আসন ছেড়ে দিতে পারে বিএনপি তাই আপাতত প্রার্থী ঘোষণা করা হয়নি।