
প্রকাশিত
আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে এবং তা বন্ধের দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর সিরাজদিখান উপজেলার জামিয়া মুহাম্মদিয়া বিক্রমপুর নিমতলা মাদ্রাসা মসজিদের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-মাওয়া সার্ভিস সড়কে নিমতলা শিকদার মার্কেটে গিয়ে শেষ হয়। পরে মার্কেটের সামনে প্রতিবাদ সভা করেন । সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী, সঞ্চলনা করেন জমিতে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাহবুবুর রহমান জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারী হযরত মাওলানা হাফেজ বশির আহমদ, সহ সভাপতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলী, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সিরাজদিখান উপজেলা সভাপতি মাওলানা মুফতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত খান,
মুন্সিগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, যুব জমিয়তের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান সহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
আজাদ নাদভী
০১৯৯৯৯৩৯৩১৩
২৬-০৭-২৫