জরুরি মানবিক সহায়তার অনুরোধ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১২-১৪, ৮:১৯ অপরাহ্ন /
জরুরি মানবিক সহায়তার অনুরোধ।
print news || Dailydeshsomoy

প্রকশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

একজন অজ্ঞাত ব্যক্তি কে আজ ইসলাম পরিবহন বাসে অচেতন অবস্থায় পাওয়া গেছেন। পরবর্তীতে জ্ঞান ফিরলে তিনি নিজের নাম আবুল কালাম খান বলে জানান। তার দেওয়া তথ্যমতে, তিনি বরিশাল জেলার চরমোনাই এলাকার বাসিন্দা।

আবুল কালাম খান আরও জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তার একজন পরিচিত ব্যক্তি রয়েছেন, যার নাম মোশারেফ মাদবর। তবে বর্তমানে ওই পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি ইসলামী আন্দোলনের একজন সম্ভাব্য সমর্থক বলে জানা গেছে। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তার পরিবার, আত্মীয়স্বজন কিংবা পরিচিত কেউ যদি এ সংবাদটি দেখে থাকেন, তাহলে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

মানবিক সহায়তা ও পরিচয় নিশ্চিতকরণের স্বার্থে সকলের সহযোগিতা কাম্য।