চট্টগ্রাম ৮ আসনে গুলিবিদ্ধ বিএনপি নেতার বিচার চেয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১১-০৬, ১২:৫১ পূর্বাহ্ন /
চট্টগ্রাম ৮ আসনে গুলিবিদ্ধ বিএনপি নেতার বিচার চেয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসন বিএনপি সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। আজ ৫ নভেম্বর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদ্যস্য সচিব রবিউল ইসলাম নয়ন গভীর উদ্বেগের সাথে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন । তিনি আক্ষেপ করে বলেছেন এরশাদ উল্লাহ’র গণসংযোগে হামলাকারকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন । বিএনপির নেতারা গুলি খাইলে বিচার হয় না আসামী গ্রেফতার হয় না ।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

কারা এরশাদ উল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

এরশাদ উল্লাহর সমর্থকরা জানিয়েছেন, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এসময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।