

প্রকাশিত
পটিয়া (চট্টগ্রাম ) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রাম (১২ পটিয়া) আসনে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।
দলীয় মনোনয়ন কে কেন্দ্র করে দীর্ঘদিন দলের মধ্যে বিভাজন ছিল। অবশেষে মনোনয়ন প্রত্যাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক পটিয়া উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া ডাকে সাড়া দিয়ে ৭ জানুয়ারি গাজী কনভেনশন হলে এক বিশাল কর্মী সমাবেশে ইদ্রিস মিয়া ও ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম দীর্ঘদিন বিভাজন পিছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মামা ইদ্রিস মিয়া, ভাগিনা এনামুল হক এনাম ঐক্যবদ্ধ হয়েছে। দীর্ঘদিনের বিরোধ অবসানেট ফলে দলের তৃণমূল নেতাকর্মী আন্দোলিত ও উৎসাহিত।
ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামে বিজয় নিশ্চিত করতে ইদ্রিস মিয়া বলেন, বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দীর্ঘ সময় ধরে পটিয়ার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এনামুল হক এনামকে বিজয়ী করতে হবে।
তিনি আরও পটিয়ার মাটি ও মানুষ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জোয়ার থামানো যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই ব্যালটের মাধ্যমেই আমরা সকল অন্যায়ের জবাব দেব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি ৭ জানুয়ারি পটিয়া উপজেলা পৌরসভা বিএনপির উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা খতমে কুরআন মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন ও সাবেক ছাএনেতা জিল্লুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশ বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক নগর ছাএদলের আহবায়ক গাজী সিরাজ উল্লা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, বক্তব্য রাখেন,
জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, শফিকুল ইসলাম চেয়ারম্যান, নাছির উদ্দীন, হারুনুর রশিদ চৌধুরী,
দ্বিন মোহাম্মদ, রবিউল হোসেন বাদশা, ফরিদ আহমদ, এডভোকেট ফোরকান, এডভোকেট জসিমউদদীন সাইফুল ইসলাম খোকন, রবিউল হোসেন রবি,আবু জাফর চৌধুরী, আবুল কালাম,কাসেম চেয়ারম্যান, আফরোজা বেগম জলি, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, মফিজ উদ্দীন, নাজিম উদ্দীন, আমির হোসেন সওদাগর,মামুন সিকদার, সোহেল সওদাগর,এম এ রুবেল, জাহাঙ্গীর আলম, শেখ জাহাঙ্গীর, আলমের মেম্বার, নুরুল আমিন, জিয়া,
সহ জেলা, উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনে সহস্রাধিক নেতা মঞ্চে উপস্থিত ছিলেন।
এসময় পটিয়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল এনাম বলেন,
আমরা মামা ভাগিনা এক ও অভিন্ন শক্তি ঐক্যবদ্ধ, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।
ভয় পাবেন না, আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। সবশেষে তিনি সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন এবং এলাকার মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণ প্রজন্মের কাছে সহযোগিতা কামনা করেন এনামুল হক এনাম।