

প্রকাশিত
নোমান আহমেদ (গোয়াইনঘাট) সিলেট
সিলেট গোয়াইনঘাটের শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী, পরিবেশ আন্দোলনের সাহসী কণ্ঠ আজমল হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, এ গ্রেপ্তার অবৈধ বালু-পাথর উত্তোলনকারী প্রভাবশালী চক্রের পরিকল্পিত পদক্ষেপ।
আজমলের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি কখনো চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বরং দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অথচ বালু ও পাথর দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবেশকর্মী আজমলকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা এটিকে অন্যায়, অযৌক্তিক ও পরিকল্পিত বলে দাবি করেছেন।
এই অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং আজমলের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৯ আগস্ট দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা সকলকে উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে ‘ন্যায় ও সত্যের পাশে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন।