
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট।
শনিবার সকাল থেকে দিনব্যাপী গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে এ ৪ দলীয় টুর্নামেন্টে অংশ নেয় সুকতাইল একাদশ, মানিকদাহ একাদশ, আড়পাড়া একাদশ ও কোটালীপাড়া একাদশ।
প্রথম পর্বের খেলায় সুকতাইল একাদশ ও মানিকদাহ একাদশ ফাইনালে জায়গা করে নেয়। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে সুকতাইল একাদশ ৩-০ গোলে মানিকদাহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ জেলা আহ্বায়ক মো. জুবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদর উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, পৌর আহ্বায়ক সেলিম মোল্লা, জেলা সদস্য ডলার ইসলাম, পিয়াস, রাজিব বিশ্বাস, ইমরুল হাসান, আ. আলিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শেখ মুশফিকুর রহমান রেন্টু।