গোপালগঞ্জে এনজিওর আড়ালে প্রতারণা: ৮৫০ গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-১২, ১১:১৫ অপরাহ্ন /
গোপালগঞ্জে এনজিওর আড়ালে প্রতারণা: ৮৫০ গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৮৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত এনজিও মালিক ইসমাইল, মির ও ফরহাদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা জানান, ‘চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ দরিদ্র মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করতো প্রতারকরা। ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় জমা নিতে থাকলেও এক পর্যায়ে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মালিকরা আত্মগোপনে চলে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারের স্বচ্ছলতার আশায় আমরা ওই এনজিওতে সঞ্চয় জমা রাখি। কিন্তু আমাদের কষ্টার্জিত প্রায় ২ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। আমরা চরম বিপাকে পড়েছি।

মানববন্ধনে গোপীনাথপুর গ্রামের সাফি বেগম, রেসমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম, ইয়াসমিন খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।