
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে হারুন গাজী (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (সকাল) মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হারুন গাজীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত হারুন গাজী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সিরাজুল ইসলামের ছেলে।